ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়াল, মৃত বেড়ে ১১৪৭

0

ডেস্ক রিপোর্ট: ভারতে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই ভাইরাসের কবলে পড়েছেন ১ হাজার ৯৯৩ জন। আক্রান্তের সঙ্গে দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭৩ জনের।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারতজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ হাজার ৪৩ জন এবং মারা গেছেন মোট ১ হাজার ১৪৭ জন। অবশ্য করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে ভারতে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল পযৃন্ত দেশটিতে করোনা থেকে সেরে ওঠার হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩৬ শতাংশে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮ হাজার ৮৮৯ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা ভারতে আগে যে হারে বাড়ছিল এখন তা অনেক কমে এসেছে। বর্তমানে ভারতে ১১ দিন অন্তর দ্বিগুণ হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, আগে যেখানে সাড়ে তিনদিনেরও কম সময়ে (৩.৪ দিন) অন্তর দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা।

Share.