ভারতে ২৩০ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

0

ডেস্ক রিপোর্ট: প্রতিবেশী ভারতে সম্প্রতি রেকর্ড মাত্রায় করোনা শনাক্ত হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে ১০ হাজার ১৫৮টি রোগী শনাক্ত হয়েছে যা গত ২৩০ দিন বা প্রায় ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে, সক্রিয় মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৯৯৮। কেরালায় বৃহস্পতিবার চারটি পুনর্মিলনসহ আরও ১৯ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। ভাইরাসের কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩৫ জনে। নতুন রেকর্ডকৃত মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রের নয়টি, গুজরাটের দুটি এবং দিল্লি, কেরালা, রাজস্থান এবং তামিলনাড়ু থেকে একটি করে এবং কেরালার চারটি পুনর্মিলন অন্তর্ভুক্ত রয়েছে। তথ্যগুলো ভারতীয় সময় সকাল ৮টায় প্রদান করা হয়েছে। বুধবারের রিপোর্ট অনুযায়ী ১০ হাজার ১৫৮ জনের মৃত্যু ২৩০ দিনের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২৬ আগস্ট মোট ১০ হাজার ২৫৬টি কেস রেকর্ড করা হয়েছিল। গতকাল ৭ হাজার ৮৩০ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে দেশব্যাপী কোভিড-১৯ পুনরুদ্ধারের হার ৯৮ দশমিক ৭১ শতাংশ রেকর্ড করা হয়েছে। পাশাপাশি মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ১২৭ এ দাঁড়িয়েছে। ভারতে এ পর্যন্ত ২২০ কোটি ৬৬ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Share.