ভারত-চীন সীমান্তে বাস খাদে পড়ে ১৬ সেনা নিহত

0

ডেস্ক রিপোর্ট: শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছে উত্তর সিকিমের একটি দূরবর্তী স্থানে সেনাদের একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। এছাড়াও আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হ্যারাল্ড। একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, আহতদের উত্তরবঙ্গের একটি আর্মি হাসপাতালে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা ৩-এলাকায় সকাল ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। চুংথাং সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অরুণ থাটাল জানিয়েছেন, সেনাদের গাড়িটি ২০ জন যাত্রী নিয়ে সীমান্ত চৌকির দিকে যাচ্ছিল। গাড়িটি জেমা-৩ এলাকায় একটি বাঁক নিয়ে আলোচনা করার সময় রাস্তা থেকে উল্টে কয়েকশ ফুট নিচে পড়ে যায় এবং বিধ্বস্ত হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত চার সেনা সদস্যের অবস্থা এখনো অজানা। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য গ্যাংটকের রাজ্য পরিচালিত এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। নিহতদের রেজিমেন্ট এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান অরুণ থাটাল। পুলিশের মতে, সেনাবাহিনীর গাড়িটি তার গন্তব্যের দিকে যাওয়ার পথে সেনা সদস্যদের তুলে নিয়ে যাচ্ছিল।

Share.