ভারত ফেরত যাত্রীরা নিজেই নিচ্ছেন করোনার নুমনা

0

ঢাকা অফিস: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত বাংলাদেশের যাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশে নামমাত্র করোনা পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, যাত্রীদের খোলা আকাশের নিচে নিজের পরীক্ষা নিজেই করতে দেখা গেছে। করোনার মতো মহামারির পরীক্ষার এমন অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ভারত ফেরত যাত্রীরা। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টরা বলছেন, তাদের সীমাবদ্ধতার কথা।আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা জানান, স্থলবন্দরে এসে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর মানতে হচ্ছে স্বাস্থ্য বিভাগের কঠোর নির্দেশনা। তবে স্থলবন্দরের করোনা টেষ্টের বাধ্যতামূলক কার্যক্রমের অব্যবস্থাপনা দেখে যাত্রীদের চোখ যেন ছানাবড়া। খোলা আকাশের নিচে পুকুরপাড়ে অস্বাস্থ্যকর পরিবেশে করোনা টেস্টের কার্যক্রম দেখে অনেক যাত্রী ঝুঁকির আশঙ্কায়, নিজের টেস্ট নিজেই করে ডাক্তারের ভূমিকা পালন করছেন। এমন পরিস্থিতিতে করোনা ঝুঁকি আরো বাড়াবে বলে অভিমত ভারত ফেরত যাত্রীদের।ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, নিজের নমুনা নিজেই দিচ্ছি। নমুনা নেয়ার জন্য কেউ নেই।আরেকজন জানান, অপরিষ্কার জায়গায় নমুনা নিচ্ছে। যাত্রীদের ভোগান্তি চরম আকারে দাঁড়িয়েছে।আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট মনির হোসেন খান বলেন, অবকাঠামোহীন এবং অরক্ষিত অবস্থায় স্বাস্থ্যঝুঁকির মধ্যেই তারা করোনা টেস্ট করাচ্ছেন। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা আক্তার স্বর্ণা বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে, তাদের ফেরার পর কোয়ারেন্টাইন নিশ্চিত করা।এ ব্যাপারে বিষয়টি স্বীকার করে অবকাঠমো, জনবলসহ নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূরে এ আলম। তিনি বলেন, আমাদের কিছু সংকট রয়েছে। সবকিছু চলে আসলে এ সংকট থাকবে না।  গত ২৬ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত ১৪১২ জন যাত্রী আখাউড়া স্থলবন্দর হয়ে নিজ দেশে ফিরে যান।

Share.