ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি স্থগিতের পথে ব্রাজিল

0

ডেস্ক রিপোর্ট: ভারত বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিন নিয়ে ৩২৪ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল ব্রাজিল। সেই চুক্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। তাই ভারত বায়োটেকের সঙ্গে আপাতত চুক্তি স্থগিত করতে চলেছে ব্রাজিল।মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা ও ফেডেরাল কম্পট্রোলার জেনারেল (সিজিইউ) ওয়াগনার রোজারিও। সেখানে রোজারিও বলেন, ‘দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আমরা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করব বলেই আশা করছি। ১০ দিনের মধ্যেই আমরা কিছু একটা জানতে পারব।’ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃবতিতে বলা হয়েছে,ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিজিইউয়ের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী চুক্তিতে কোনো দুর্নীতি হয়নি। তবুও আপাতত চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।গত ফেব্রুয়ারি মাসে ভারত বায়োটেকের সঙ্গে ২ কোটি কোভ্যাক্সিনের চুক্তি হয়েছিল ব্রাজিলের। অভিযোগ, এখনও পর্যন্ত কোনো টিকা ব্রাজিলে পাঠানো হয়নি। সেই সঙ্গে টিকার দাম চুক্তিতে অনেক বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ। আর এই সব অভিযোগের কেন্দ্রে ব্রাজিলের প্রেসিডেন্ট। দেশের মধ্যেই চাপে পড়ে গিয়েছেন তিনি। এই বিষয়ে কোনও মন্তব্যও করেননি বোলসোনারো।

Share.