ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বাণিজ্য ১৮০০ কোটি ডলারে পৌঁছাবে: পেন্টাগন

0

ডেস্ক রিপোর্ট: ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য উদ্যোগ বা ডিটিটিআই এর বৈঠক আগামী সপ্তাহে দিল্লিতে শুরু হবে। ওই বৈঠক সামনে রেখে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য চলতি বছরের শেষে ১৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্রয় ও রক্ষণাবেক্ষণ বিষয়ক উপমন্ত্রী এলেন এম লর্ড বলেছেন ভারতের সঙ্গে তার দেশ সেনাবাহিনী পর্যায়ে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী সপ্তাহে দিল্লিতে শুরু হচ্ছে ডিটিটিআই এর নবম বৈঠক। এতে এলেন এম লর্ড যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। পেন্টাগনে শুক্রবার সাংবাদিকদের এলেন এম লর্ড বলেন, ২০০৮ সালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বাণিজ্য কার্যত শুন্য থাকলেও এই বছরের শেষে তা ১৮০০ কোটি ডলারে পৌঁছাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের ডিটিটিআই শুরুর আগে  আমাদের অন্যতম প্রতিরক্ষা সহযোগি ভারতের সঙ্গে কাজ অব্যাহত রাখতে আমি ব্যাপক আনন্দিত। তিনি জানান, যুক্তরাষ্ট্র ভারতকে গত আগস্টে টায়ার -১ মর্যাদা দিয়েছে। এর ফলে দিল্লি আরও বেশি আমেরিকান কোম্পানির পণ্য সংগ্রহের সুযোগ পাবে। এই সুযোগ ন্যাটো মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া পেয়ে থাকে বলে জানান তিনি। এর সবই সমমনাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদার মনোভাবের উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

Share.