ভালো আছেন করোনা আক্রান্ত সৌমিত্র

0

বিনোদন ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার প্রবীণ ও বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার তাকে দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। সোমবার সকালে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ‘দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর ভালো আছেন সৌমিত্র। তিনি ঘুমিয়েছেন। শরীরে ১০০ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন, অস্থিরতা কমেছে। মস্তিষ্কের এমআরআই করার ব্যবস্থা চলছে। হাসপাতাল সূত্রে এও জানানো হয়েছে, অভিনেতার শারীরিক অস্বস্তি এখনো রয়েছে। রয়েছে তন্দ্রাভাবও। মাঝে মধ্যে জ্বর আসছে। প্রয়োজনমত অক্সিজেন দিতে হচ্ছে। জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে সোমবারই তার মস্তিষ্কে এমআরআই করা হতে পারে। আপাতত ১৬ জন চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্। তাকে আর প্লাজমা দেয়া হবে না। চিকিৎসকরা বলছেন, মূলত স্নায়ুর চিকিৎসা এই মুহূর্তে জরুরি। পাশাপাশি ফুসফুসকে পূর্ণ মাত্রায় সচল রাখাটাও চ্যালেঞ্জ।

Share.