ভোলায় আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

0

বাংলাদেশ থেকে ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা থেকে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার রাতে চরফ্যাশন উপজেলার গ্রীন রোড এলাকার চারটি দোকান থেকে ওই জাল জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা চরফ্যাশনের গ্রীন রোডের চারটি দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় ওই দোকানগুলো থেকে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ২ লাখ মিটার পাই জাল, ২ লাখ মিটার মসুরি জাল ও ২৫০ পিস চাই জাল জব্দ করা হয়। এসময় জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মৎস্য বিভাগ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা বলে সূত্র জানান।

Share.