ঢাকা অফিস: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ওই চার জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।সোমবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়।যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- স্বপন (৩৫), আবুল কাশেম (৪৫), মোস্তাফিজুর রহমান (২৭) ও রুহুল আমিন নোমান (৩০)।রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মগবাজারে বিস্ফোরণ: ৪ জনের মরদেহ হস্তান্তর
0
Share.