যক্ষ্মায় আক্রান্তদের মধ্যে প্রতি হাজারে একজন করে এইচআইভি এইডসে আক্রান্ত:নিপসম

0

ঢাকা অফিস:দেশে যক্ষ্মায় আক্রান্তদের মধ্যে প্রতি হাজারে একজন করে এইচআইভি এইডসে আক্রান্ত বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)।নিপসম পরিচালিত ‘এইচআইভি সেরো সার্ভে অ্যামাং টিউবারকিউলোসিস পেশেন্টস ইন বাংলাদেশ, ২০১৯-২০২০’ শীর্ষক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।সোমবার (২৮ জুন) সকালে ভার্চুয়াল সভায় গবেষণার বিস্তারিত তথ্য তুলে ধরেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ।নতুন এ গবেষণায় ৯০ হাজার যক্ষ্মা রোগীর মধ্যে ১২ হাজারের অধিক রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এতে ১ জন করে মোট ১২ জন এইচআইভিতে আক্রান্ত হওয়ার তথ্য উঠে এসেছে। গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে এই তথ্য নেওয়া হয়েছে।দেশে গত বছর নতুন করে ৩ লাখ যক্ষ্ম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট যক্ষ্মা রোগীর সংখ্যা ৩৫ লাখ। এদের মধ্যে পুরুষ ৬৫ শতাংশ, নারী ৪৩ দশমিক ০৮ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ শূন্য দশমিক ২ শতাংশ। এইচআইভিতে আক্রান্তদের বয়সসীমা ৩৫ থেকে ৪৪ বছরের মধ্যে।নিপসমের পরিচালক অধ্যাপক বায়জীদ খুরশীদ বলেন, দেশে যক্ষ্মা রোগীদের মাত্রা শূন্য দশমিক শূন্য ১ ভাগ এইচআইভিতে আক্রান্ত, যা মোট জনগোষ্ঠীর তুলনায় অনেক কম, এটা স্বস্তিদায়ক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক শামিউল ইসলাম।প্রসঙ্গত, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

Share.