মধ্যবিত্তদের পাশে গাজী মোহাম্মদ শাহ-নেওয়াজ এমপি

0

জামিল গাজী: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেই ছুটি বাড়ানোও হয়েছে কয়েক ধাপে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত, কারখানা, শপিংমলসহ সকল ধরনের যানবাহন। এ অবস্থায় দেশের সবশ্রেণির মানুষের সমস্যা হলেও সব থেকে বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা সরকার ও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে সহায়তা পেলেও মধ্যবিত্তরা তা থেকে বঞ্চিত। এই শ্রেণির মানুষ লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারছেন না। সে কথা চিন্তা করেই হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ-নেওয়াজ এমপি মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। মধ্যবিত্তদের তথ্য গোপন রেখে সহায়তার জন্য আলাদা হটলাইন চালু করেছেন। এই নম্বর গুলোতে কেউ কল কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে গাজী মোহাম্মদ শাহ-নেওয়াজ এমপি নিজেই বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন নিজের ফেসবুক পেইজে। এই ব্যাপারে জানতে চাইলে  গাজী মোহাম্মদ শাহ-নেওয়াজ এমপি বলেন, আমরা সবাই নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দিচ্ছি। কিন্তু মধ্যবিত্তদের কাছে কেউ যাচ্ছি না। খোঁজ নিলে জানা যাবে, না খেয়ে থাকছেন হাজারও মধ্যবিত্ত। কিন্তু সমাজে মান-সম্মানের ভয়ে তারা কারও কাছ থেকে সহায়তা নিতেও পারছেন না। তাই আমি এসব মানুষের তথ্য গোপন রেখে সহায়তা পৌঁছে দেবো। তিনি আরো বলেন, মধ্যবিত্তরা ফোন বা এসএমএস করলে বাসায় বাজার পৌঁছে দেবো। তাদের পরিচয় গোপন রাখা হবে। মানুষ বুঝতে পারবে না। এই সেবা চালুর পর মধ্যবিত্তরা স্বস্তি প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জন বলেন, আমরা আমাদের এমপি সাহেবের কাছ থেকে সবসময়ই সহযোগিতা পাই। একটি ছোট কাপড়ের দোকানের মালিক বলেন, দুটি ছেলে, একটি মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকি। বর্তমানে দোকান বন্ধ। যা টাকা ছিল, সব শেষ। এখন কি করব, ভেবে পাচ্ছি না। এই অবস্থায় কারও কাছে ধারও পাচ্ছি না। সংসার চালাতে যুদ্ধ করতে হচ্ছে। আর কিছুদিন গেলে না খেয়ে থাকতে হবে। এ সময় এমপি সাহেব আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাই খুব ভালো লাগছে। আমি চাই এইভাবে যেন দেশের সকল এমপি মন্ত্রীরা নিজ নিজ এলাকায় মধ্যবিত্তদের পাশে গিয়ে দাঁড়ান।

মধ্যবিত্তদের সহায়তার জন্য হটলাইন নম্বরগুলো: ০১৭১১-৩৬৫১৯৫, ০১৭৭৭-৯০৪০৪০ ।

Share.