মধ্য মার্চে মাধ্যমিকে পূর্ণাঙ্গ ক্লাসের আশা শিক্ষামন্ত্রীর

0

ঢাকা অফিস: চলতি মার্চ মাসের মধ্যবর্তী সময়ে মাধ্যমিক বিদ্যালয়ে স্বশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হতে পারে। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী দিপু মনি। সরকার সম্মিলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরিতে কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হলেও মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘সব কর্তৃপক্ষের উচিত এবারর যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সংশোধিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া।’ উল্লেখ্য, বৈশ্বিক মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গত বছরের ১২ সেপ্টেম্বর আংশিকভাবে চালু হলেও করোনা সংক্রমণ বেড়ে গেলে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়। এর পর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোতে আংশিকভাবে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোও একই দিন থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় শ্রেণিকক্ষে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরুর আশা করছেন শিক্ষামন্ত্রী।

 

Share.