মমতার কাছে ইমাম ও মৌলভীদের আবেদন- ঈদেও জারি থাকুক লকডাউন

0

ডেস্ক রিপোর্ট: ঈদেও জারি থাকুক লকডাউন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শনিবার এক চিঠি পাঠিয়ে এই  আবেদন করেছেন বঙ্গীয় ইমাম এসোসিয়েশন। পুরো ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে তৃতীয় দফার লকডাউন। তবে এই লকডাউনের মেয়াদ শেষ হবে ১৭ মে। তারপর লকডাউন বাড়বে কিনা তা নিয়ে কেউই নিশ্চিত নন। অথচ আগামী ২৫ মে হবে ঈদ। তাই বঙ্গীয় ইমাম এসোসিয়েশনের চেয়ারম্যান মোহম্মদ ইয়াহিয়া রাজ্য সরকারের কাছে লেখা চিঠিতে বলেছেন, ঈদের জন্য লকডাউন শিথিল করার কোনও প্রয়োজন নেই। বরং তিনি আবেদন জানিয়েছেন, রাজ্যের স্বার্থে লকডাউন অন্তত ৩০মে পর্যন্ত সরকার বাড়িয়ে দেয়া জোক। তাঁর মতে, মানুষ আগে বাঁচুক, পরে উৎসব। ফুরফুরা শরিফের প্রধান ত্বহা সিদ্দিকি রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যে বার্তায় ঈদের জন্য কেনাকাটা না করার আবেদন জানিয়ে বলেছেন, এবার পুরানো জামাকাপড়েই ঈদ পালন করুন। নতুন জামাকাপড় না কিনে সেই অর্থ দিয়ে দুঃস্থ মানুষকে সাহায্য করুন। তাদের পাশে দাঁড়ান। কলকাতার বৃহত্তম নাখোদা মসজিদের ইমাম শফিক কাশেমি আবারও সাধারণ মুসলিমদের কাছে আবেদনে বলেছেন, আপনারা এতদিন কষ্ট করেছেন। আরও কয়েকটি দিন দেশের স্বার্থে কষ্ট করে বাড়িতে থাকুন। ঈদের কেনাকাটার জন্য বাজারে না যাবার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। রাজ্যে কনটেইনমেন্টের সংখ্যা প্রায় দিনই বাড়ানো হচ্ছে। কলকাতার মুসলিম অধ্যুষিত বেলগাছিয়া, রাজাবাজার, মেটিয়াবুরুজ, খিদিরপুর প্রভৃতি অঞ্চলের সংক্রমণ নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্যের স্বাস্থ্য কর্তারা। শনিবার পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৮৬ জন। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। আর গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবারের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত সরাসরি করোনার কারণেই মৃত্যু হয়েছে ৯৯ জনের। বাকি ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে।

Share.