মহানবীকে কটূক্তিকারী নূপুর শর্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

0

ডেস্ক রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। আনন্দবাজার পত্রিকা জানায়, নূপুর শর্মার খোঁজে দিল্লিতে তার বাড়িতে অভিযান চালায় দিল্লি পুলিশ। কিন্তু পুলিশের দাবি, নূপুর শর্মাকে তার বাঁড়িতে খোঁজে পাওয়া যায়নি। তিনি বর্তমানে কোথায় লুকিয়ে আছেন সে বিষয়ে তথ্য নেই পুলিশের কাছে। সম্প্রতি, নবীজীকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতসহ বিশ্বের বহু দেশে তোলপাড় শুরু হয়। নূপুর শর্মাকে গ্রেপ্তারের পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়। শুরুতে নূপুর শর্মার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিলেও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের তীব্র প্রতিবাদের মুখে নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করে দেশটির ক্ষমতাসীন দল। এরপরই ধর্মীয় সংঘাত সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত ২৪ মে দিল্লির নাগরিক শর্মার বিরুদ্ধে মুম্বাই পুলিশ মামলা করে। আনন্দবাজার জানায়, গত পাঁচ দিন ধরে নূপুর শর্মার খোঁজ করছে পুলিশ। এ ছাড়া, ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ। আগামী ২০ জুন সকাল ১১টায় নূপুরকে হাজিরা দিতে সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ। নবীজীকে নিয়ে তার আপত্তিকর মন্তব্যের জেরে তার বক্তব্য রেকর্ড করা হবে।

Share.