মাংস আমদানি বন্ধে খামারিদের ১০ দাবি

0

ঢাকা অফিস: দেশের খামারিদের বাঁচাতে বিদেশ থেকে মাংস আমদানি বন্ধ করতে সরকারের কাছে দশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। খামারিরা বলেছেন, দেশে গবাদিপশুর মাংস উদ্বৃত্ত থাকার পরও বিদেশ থেকে আমদানি হওয়ায় তাদের ব্যবসা ‘ধ্বংস হতে বসেছে’। গাবতলী গরুর হাট গরু ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান সংবাদ সাম্মেলনে বলেন, সারা দেশে হোটেল রেস্তোরাঁয় এখন বিদেশ থেকে আমদানি করা মাংস খাওয়ানো হয়। অন্যদিকে তারা গ্রাম থেকে আনা গরু বিক্রি হ্য না। বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাপসোসিয়েশনের এস এম শাহনুর বলেন, খামারিদের সবাইকে গরুর খাবার কিনে খামার চালাতে হয়। গো খাদ্যের দাম বেশি হলে খামারিরা ক্ষতিগ্রস্ত হন। গরু উৎপাদনে আমাদের বেশি খরচ পড়ায় মাংস বেশি দামে বিক্রি করতে হয়। কিন্তু বিদেশি মাংস আরও কম দামে পেয়ে আমাদের কাছ থেকে আর নিতে চায় না।  সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তাদের দশ দফা দাবি পড়ে শোনান।

দাবিগুলো হলো-  ১) সরকারী টিসিবির মাধ্যমে পশুখাদ্য আমদানি করে খামারিদের মাঝে প্রতিটা উপজেলাতে দ্রুত বিতরণের ব্যবস্থা করা হোক ২) দেশের মাংস শিল্পকে রক্ষার্থে বিদেশ থেকে মাংস আমদানি বন্ধ করা হোক

৩) বিদ্যুৎ বিল, পানির বিল, জমির খাজনা বাণিজ্যিকের আওতা থেকে মুক্ত করে কৃষিখাতের আওতায় আনা হোক

৪) এই শিল্পে ২০ বছর আয়কর রেয়াত ঘোষণা দেয়া হোক

৫) এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপের মাধ্যমে বাল্ক ফিল্ড মিল্ক (গুড়া দুধ) আমদানি শুল্ক ১০০% উন্নীত করা হোক

৬) সরকারী ও বেসরকারি পর্যায়ে গুড়াদুধের প্লান্ট তৈরি করে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেয়া হোক

৭) আমদানীকরা নিম্নমানের কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর কনডেন্সড মিল্ক তৈরি বন্ধ করে দেশীয় দুধ ও কাঁচামাল দিয়ে কনডেন্সড মিল্ক তৈরি করা হোক

৮) খামারিদের বিনা জামানতে কম সুদে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হোক

৯ ) ডেইরী বোর্ড গঠন দ্রুত বাস্তবায়ন করা হোক

১০) পশু ভ্যাকসিন, মেডিসিন এবং চিকিৎসা সেবা সহজতর এবং বিনামূল্যে দেয়া হোক উল্লেখ্য, গতবছর প্রতি মাসে গড়ে পাঁচ লাখ ১৬ হাজার কেজি মাংস আমদানি হয়েছে দেশে। এর বেশিরভাগ ভারতের মাংস। এছাড়া চীন, মিয়ানমার ও নেপাল থেকেও আমদানি হয়।

Share.