মাকির্নিদের ‘স্বপ্ন চুরমার’ করে দেবেন বাইডেন, ট্রাম্পের সতর্কবাণী

0

ডেস্ক রিপোর্ট: জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মাকির্নিদের স্বপ্ন চুরমার করে দেবেন বলে সতর্ক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ভোট দিলে আমেরিকানদের মহান হাওয়ার আকাঙ্ক্ষা অধরাই রয়ে যাবে, এমন মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে রিপাবলিকান দলের জাতীয় মহাসম্মেলনের সমাপ্তি টেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য ভোট চেয়েছেন মার্কিনিদের কাছে। এদিন প্রেসিডেন্ট পদে দলের মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প। হোয়াইট হাউজে সামনে উপস্থিত ছিলেন তার মেয়ে এবং উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প, মার্কিন ফাস্র্ট লেডি মেলানিয়াসহ অনেকে। ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিপদের সম্মুখীন। আমেরিকানদের মহৎ হওয়ার স্বপ্ন ধ্বংসের পথে চলে যেতে পারে। তাই খারাপ পরিস্থিতি ঠেকাতে আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান ট্রাম্প।এদিন ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বাইডেনকে তুলোধুনো করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেন এবং তার দল আমেরিকার অর্থনীতি, সামজিক অবস্থা এবং চাকরির খাত ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ তুলেন তিনি।ভাষণে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে ট্রাম্প জানতে চান, বাইডেন এবং ডেমোক্র্যাট দল যখন দেশকে পেছনে ঠেলে দিতে ব্যস্ত সময় পার করছে, তারা কিভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিবে?চীন ইস্যুতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বেকারত্বের পেছনের অন্যতম কারণ চীনের প্রতি ডেমোক্র্যাটের ভালাবাসা। তিনি বলেন, ‘বাইডেন এবং তার দল বহু মার্কিন সেনাদের অনর্থক যুদ্ধের দিকে নিয়ে গেছে। যেই যুদ্ধ ধ্বংস আর মৃত্যু ছাড়া কিছু আনতে পারেনি। যা আজও চলছে। বহু মা তার প্রিয় সন্তানের প্রতীক্ষায় এখনো আছেন, কবে যুদ্ধের ময়দান থেকে ফিরবেন। যদিও আমাদের অনেক বীর সেনার কোন খোঁজ নেই।’সবশেষে আমেরিকানদের স্বপ্নপূরণে তার প্রতি সমর্থন এবং আস্থা রাখতে আমেরিকানদের প্রতি আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।

Share.