মাকে নিয়ে দেশে ফিরলেন সাকিব

0

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ বিরতি কাটিয়ে এবার খেলায় ফেরার পালা সাকিবের। এতদিন ছিলেন যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে। স্ত্রী, দুই কন্যার সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন দেশের সেরা এই অল-রাউন্ডার।এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদও শেষের পথে। জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষেধাজ্ঞায় পড়া সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৯ অক্টোবর। তার আগে শুরু হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এই সফরে টাইগাররা খেলবে তিনটি টেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসানের আশা, সাকিব এই সিরিজ দিয়ে ফিরবেন মাঠে। সাকিব আল হাসান মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। সঙ্গে নিয়ে আসেন নাতনীকে দেখতে যাওয়া মাকে। ঢাকায় বনানীর বাসায় কোয়ারেন্টিনে থাকবেন আপাতত। এর ভেতর করোনা পরীক্ষা করাবেন তিনি। সব ঠিক থাকলে কোয়ারেন্টিন শেষ করেই নেমে পড়বেন অনুশীলনে। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলনের জন্যও সব প্রস্তুত রাখা হয়েছে সাকিবের জন্য।

Share.