মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ১৯ বছর পর গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: মাকে হত্যা করে ফকিরের ছদ্মবেশে ১৯ বছর কাটিয়ে দিলেন ছেলে। যদিও শেষ রক্ষা হলো না দীপু সরকারের (৪৫)। হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জানানো হয়েছে। দীপু জেলার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজ মোহন গোস্বামীর ছেলে। পুলিশ জানায়, মা রওশন বালা সরকারকে হত্যার অভিযোগে ২০০৪ সালে মাধবপুর থানায় দীপু সরকারের নামে মামলা দায়ের করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার রায় ও শুভ দে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দীপু তার মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি। তবে এ হত্যা মামলার বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি ১৯ বছর ধরে সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন। ফকিরের ছদ্মবেশ ধারণ করে ১৯ বছর কাটিয়েছেন বিভিন্ন মাজার ও আখড়ায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীপু মাঝে একবার কিছুদিন কারাবাস করেছেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন।

Share.