মাটি চুরির দায়ে সাত জনকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড

0

ঢাকা অফিস:  ঢাকার কেরানীগঞ্জে মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ জনকে আটক করে দুই লাখ পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ টি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এই অর্থদণ্ড দেয় কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আমেনা মারজান।দণ্ডপ্রাপ্তরা হলেন, মো: আলমগীর (২২), মো: সোহেল শেখ (৩০), মনির হোসেন (৪০), তিতাস (২১), মো: শাখাওয়াত হোসেন (২০), মো: রাজু (১৯) ও মো: মাসুম (১৯)।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের দড়িগাও এলাকায় শিং নদীর খননকৃত মাটি, চুরি করে অবৈধভাবে বিক্রির অপরাধে ৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া মাটি আনা নেওয়ার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

Share.