’মাত্র ৫ টাকার জন্য পিটিয়ে খুন’

0

ডেস্ক রিপোর্ট: উত্তাল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকা। মদ কেনা ঘিরে ঝগড়ার জেরে একটি মদের দোকানে ক্রেতাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। পরিবার ও এলাকার মানুষের অভিযোগ,মাত্র ৫ টাকা দিতে না পারায় ঝগড়ার শুরু আর তারই জেরে পিটিয়ে খুন করা হয় ওই যুবককে। ক্রেতাকে মারধরের সিসিটিভি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগে ফুঁসছে গোটা এলাকা। মদ কেনা নিয়ে ঝগড়া থেকেই ঘটনার সূত্রপাত বলে অভিযোগে উত্তাল ঢাকুরিয়া চত্বর। পরিবারের অভিযোগ, দোকানের কর্মীর মারেই প্রাণ গেল ওই ব্যক্তির। সিসি ক্যামেরা ফুটেজে মারধরের ছবিও ধরা পড়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মদের দোকানের সিসিটিভি-তে যে দৃশ্য দেখা গিয়েছে তাতে দেখা যাচ্ছে দোকানের বাইরে তখন এক জনই ক্রেতা। তাঁর সঙ্গে হাত নেড়ে কথা বলতে দেখা যায় মদের দোকানের এক কর্মচারীকে। গড়িয়াহাট রোডের ওই মদের দোকানের সামনে দাঁড়ানো ওই ক্রেতাকে এর পর ঘাড় ধরে দোকানে টেনে আনেন কর্মচারী। শুরু করেন এলোপাথাড়ি মার। মারের চোটে পড়ে গেলে সুশান্তের মাথা ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ। এলাকার মানুষের দাবি, রক্তাক্ত অবস্থায় সুশান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় উত্তেজিত জনতা ওই দোকানে ভাঙচুর চালান। ঢাকুরিয়া ব্রিজ আটকে রাখেন এলাকার কিছু মানুষ। মদের দোকানের সামনেও রগে ফুঁসতে থাকেন উপস্থিত এলাকাবাসী। উত্তেজিত জনতার দাবি, অভিযুক্তকে তাঁরা হাতে পেতে চান। এ নিয়ে পুলিশকে ঘিরে তাঁরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেনি। পুলিশই তাদের আড়াল করছে। মিথ্যা বলা হচ্ছে। অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘দু’জনকে গ্রেফতার করেছি আমরা। কিন্তু জনতার কেউ কিছু শুনতেই চাইছে না।’’

Share.