মাদকসেবি ও ব্যবসায়ীরা দেশের জন্য বোঝা

0

বাংলাদেশ থেকে পিরোজপুর  জেলা প্রতিনিধি: বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা দেশের জন্য বোঝা। এরা দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করে। তাই দেশ থেকে মাদককে নির্মূল করতে হবে এবং মাদক সেবীদের রিহ্যাবে প্রেরণ করে তাদের সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মাদক সেবিরা শুধু নিজেরই ক্ষতি করে না তারা দেশেরও ক্ষতি করে। আর একজন ব্যাক্তি মাদক ব্যবসা না করে সে অন্য কোন ছোট-খাট ব্যবসা করলেও নিজের প্রতিষ্ঠিত করতে পারে। কেননা, মাদক ব্যবসায়ীরা তাদের জীবনে কখনই প্রতিষ্ঠিত হতে পারে না। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পিরোজপুরে
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম এ কথা বলেন। এ দিন জেলা পুলিশ ও আলোর পথে পিরোজপুরের আয়োজনে জেলা
পুলিশ লাইনস্ধসঢ়; মিলনায়তনে পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময়
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন পিরোজপুর
প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার গৌতম নারায়ন চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, আলোরপথের পিরোজপুরের সভাপতি গোলাম মাওলা নকীবী সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ ও আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা। এ সময় সভার প্রধান অতিথির নিকট ১৪ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্মসর্মপণ করেন। এ সকল আত্মসমর্পণকারীদের পূর্ণবাসনের জন্য পুলিশের উদ্যোগে তাদের মধ্যে সেলাই মেশিন ও চা বিক্রির সরঞ্জাম বিতরণ করা হয়।

Share.