মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত- ৯২

0

ডেস্ক রিপোর্ট:  দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে।  মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলো থেকে তথ্য আসতে থাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে বলে বুধবার জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা। ঘূর্ণিঝড়টি শনিবার রাতে দ্বীপটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ার পর বহু ঘরবাড়ি ধ্বংস করে, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। ঝড়টি রবিবার রাতে দ্বীপটি ছেড়ে আফ্রিকার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায়, পেছনে ধ্বংস হওয়া ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলোতে ৯১ হাজার মানুষকে ফেলে রেখে যায়। বুধবার সকালে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা মৃত্যুর সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৮০ জন করেছিল। এদের মধ্যে ৬০ জনের মৃত্যু দক্ষিণপূর্বাঞ্চলীয় ইকোনগো জেলায় হয়েছে বলে জানিয়েছে তারা। ইকোনগোতে কী ঘটেছে তার বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে। পার্লামেন্টে এই জেলার প্রতিনিধিত্বকারী এক সদস্য এর আগে জানিয়েছিলেন, ইকোনগোতে বহু মানুষের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যুই পানিতে ডুবে অথবা ঘরবাড়ি ধসে হয়েছে।

 

Share.