মাদারীপুরে ফেনসিডিল পাচারকালে পিকআপসহ আটক ১

0

বাংলাদেশ থেকে মাদারীপুর  প্রতিনিধি: অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করা হয়েছ পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে পিকআপের মধ্যে চালকের সিটের নিচে ও গাড়ির পিছনের অংশে অভিনব কায়দায় ৭২৬ বোতল ফেনসিডিল নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিল মাদক পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন এর নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম, সিদ্ধার্থব্রত কুন্ডু, শোভন ভট্রাচার্য, রবিউল ইসলামসহ পুলিশের একটি দল আড়িয়াল খাঁ সেতুর টোল প্লজায় অবস্থান করে। ফেনসিডিলসহ পিকআপটি আড়িয়াল খাঁ সেতুর টোল প্লজায় আসলে পুলিশ আটকানোর চেষ্টা করে। এসময় পিকআপটি বেরিকেড ভেঙ্গে পালানোর চেষ্টা করলে পুলিশও ধাওয়া করে। সূর্য্যনগর বাজার সংলগ্ন এলাকায় আসলে পিকআপটি রাস্তার পাশে রেখে মাদক ব্যবসায়ী শরীফ পালিয়ে যায়। তবে পুলিশ এসময় চালক সাগর মৃধাকে আটক করে। পিকআপের ভিতরে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচ ও গাড়ির পিছনের অংশ থেকে ৭২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক সাগর মৃধা মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকার বাশপট্টি এলাকার সেন্টু মৃধার ছেলে। শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।’

 

 

Share.