আজ থেকে ওয়েস্ট ইন্ডিজে যাত্রা শুরু বাংলাদেশের ক্রিকেটারদের

0

স্পোর্টস রিপোর্ট: চলতি মাসের ১৬ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডেজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে। এর পর শুরু হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। আজ থেকে তাই বাংলাদেশের ক্রিকেট দল যাত্রা শুরু করেছে ওয়েস্ট ই্ন্ডিজের উদ্দেশে। এর পরে আরও দুই ধাপে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজে। তিন ফরম্যাটের সিরিজ খেলতে সাকুল্য তিন ধাপে দেশ ছাড়বে দলের সদস্যরা। আজ শুক্রবার (৩ জুন) প্রথম বহর রওয়ানা করবে। সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ঢাকা থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে টেস্ট ফরম্যাটের দল। এই দলের সঙ্গী হবেন কোচিং স্টাফের যে সদস্যরা দেশে আছেন আর টিম ম্যানেজমেন্টের সদস্যরা। উইন্ডিজ সফরের জন্য টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ আর টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। এই সফরের জন্য শুরুতে কথা ছিল ৩ থেকে ৬ জুনের মধ্যে ৩ ধাপে দেশ ছাড়বে ক্রিকেটাররা। তবে সিদ্ধান্ত বদলিয়েছে বিসিবি। যেহেতু ২ ম্যাচের টেস্ট সিরিজ আগে শুরু হবে এজন্য এই ফরম্যাটের ক্রিকেটাররা দেশ ছাড়বে। এরপর টি-টোয়েন্টি দল যাবে ৬ জুন। সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল যাবে ২২ জুন। ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

# বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী-

১৬-২০ জুন, ১ম টেস্ট, অ্যান্টিগা, রাত ৮টায়

২৪-২৮ জুন, ২য় টেস্ট, সেন্ট লুসিয়া, রাত ৮টায়

২ জুলাই, ১ম টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১.৩০টায়

৩ জুলাই, ২য় টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১.৩০টায়

৭ জুলাই, ৩য় টি-টোয়েন্টি, গায়ানা, রাত ১১.৩০টায়

১০ জুলাই, ১ম ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭.৩০টায়

১৩ জুলাই, ২য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭.৩০টায়

১৬ জুলাই, ৩য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭.৩০টায়

 

 

Share.