মাদারীপুরে বাড়ির উঠান দিয়ে চলাফেরায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু,পক্ষের সংষর্ষে আহত-১০

0

বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বাড়ির উঠান দিয়ে চলাফেরায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত এবং ৫টি বাড়িঘর, দুটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঈদের দিন শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম শ্রীনদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার পশ্চিম শ্রীনদী গ্রামে বাড়ির উঠান দিয়ে চলাফেরায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুটি পক্ষ রুহুল সরদার ও সামসু ফকিরের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে ৫টি বাড়িঘর, দুটি দোকান ভাঙচুর হয়। মারাত্নক আহত ফারুক হাওলাদার, সুমন সরদার ও সোহাগকে সদর হাসপাতালে ভর্তি ও অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share.