মাদারীপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

0

বাংলাদেশ থেকে  মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর র্যাব ৮ এর বিশেষ একটি দল অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার সকালে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট হতে বরিশাল গামী মহাসড়কের চেক পোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৩৪) ও একই এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ জসিম উদ্দিনকে (২৬) বিপুল পরিমান গাঁজাসহ হাতেনাতে আটক করে। এসময় আটককৃত আসামিদের নিকট হতে ২০কেজি গাঁজা, ২টি মোবাইল, ৩টি সীমকার্ড এবং নগদ ১৭হাজার ২শ‘ টাকা উদ্ধার করা হয় । আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন ধরে কুমিল্লা হতে মাওয়া-বরিশাল-পটুয়াখালী রুট ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Share.