মাদ্রিদ ডার্বির আগে অপরাজিত থাকলো রিয়াল

0

স্পোর্টস ডেস্ক: কাগজে-কলমে রিয়াল মাদ্রিদ ফেভারিট হলেও কোপা দেল রেতে এবার দুশ্চিন্তার কারণ ছোট দলগুলো। তাই সতর্ক থেকে গতকাল বুধবার রিয়াল জারাগোজার মাঠে নেমেছিল তারা। সহজ জয়ই পেয়েছে রিয়াল। ৪-০ গোলে জারাগোজাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের ফুটবলাররা। কাপের আগের ম্যাচে ইউনিওনিস্তাসের বিপক্ষে ৩-১ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছিল রিয়াল। ইবিজার বিপক্ষে অনেক কষ্টে জিতেছিল বার্সেলোনা। কালচারাল লিওনেসা তো বিদায়ই করে দিয়েছিল আতলেতিকো মাদ্রিদকে। সব মিলিয়ে মাটিতে পা রেখে শেষ ষোলোতে জারাগোজার মুখোমুখি হয় রিয়াল। লা রোমারেদায় শুরুতেই গোল উদযাপন করে রিয়াল। টনি ক্রুসের নিচু পাসে বক্সে দাঁড়ানো ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বলে রাফায়েল ভারান ষষ্ঠ মিনিটে করেন গোল। খেলা আধঘণ্টা পার হতেই দ্বিতীয় গোলের দেখা পায় অতিথিরা। লুকাস ভাসকেস করেন ২-০। এ গোলেও অ্যাসিস্ট ছিল ক্রুসের। জেমস রোদ্রিগেসের পাস থেকে ৭২ মিনিটে তৃতীয় গোল করেন ভিনিসিয়াস। আগের মিনিটে লুকা ইয়োভিচের বদলি নামা করিম বেনজিমা ৭৯ মিনিটে জারাগোজার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। আগামী শনিবার লা লিগায় আতলেতিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে নামার আগে এ জয় আত্মবিশ্বাসের রসদ জোগালো শীর্ষ দল রিয়ালকে। সব ধরনের প্রতিযোগিতায় তারা ২০ ম্যাচ অপরাজিত। কাপের অন্য ম্যাচে লিওনেসা কাঁপিয়ে দিয়েছিল ভ্যালেন্সিয়াকে, কিন্তু পারেনি বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করতে। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে হেরে গেছে তৃতীয় সারির দলটি।

Share.