বুধবার, জানুয়ারী ২২

মাধুরী দীক্ষিত খুলে ফেললেন নিজস্ব ইউটিউব চ্যানেল

0

বিনোদন ডেস্ক: মাধুরী দীক্ষিতও খুলে ফেললেন নিজস্ব ইউটিউব চ্যানেল। সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি জানিয়ে বৃহস্পতিবার মাধুরী একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন। কোরিয়োগ্রাফার সরোজ খানের প্রতি এটি তাঁর ট্রিবিউট। প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেট্টিদের ইউটিউব চ্যানেল রয়েছে অনেক দিনই। সম্প্রতি আলিয়া ভাটও এসেছেন। সেই রাস্তায় হাঁটলেন মাধুরীও। প্রথম ভিডিয়োতে এক অ্যাওয়ার্ড ফাংশনের পারফরম্যান্সের রিহার্সালের অংশ পোস্ট করেছেন মাধুরী, যা সরোজ খানেরই কোরিয়োগ্রাফ করা। সম্প্রতি স্বামী শ্রীরাম নেনের সঙ্গে হাত মিলিয়ে তাঁর দ্বিতীয় মরাঠি ছবি প্রযোজনা করছেন মাধুরী। এ বার ইউটিউবে তাঁর নতুন জার্নি শুরু করতে পেরে বেশ উত্তেজিত নায়িকা। শেষ দেখা গিয়েছিল ‘কলঙ্ক’-এ। কুড়ি বছরের দাম্পত্য সেলিব্রেট করতে সেশেলস-এ গিয়েছিলেন অভিনেত্রী। মিলেনিয়ালদের মতো শ্রীরামের সঙ্গে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

Share.