মানুষের চেয়েও বড় ডাক্তার গুগল

0

স্বাস্থ্য ডেস্ক: ম্যামোগ্রামের ছবি বিশ্লেষণ করে চিকিৎসকদের চেয়েও বেশি সফলভাবে স্তন ক্যান্সার শনাক্ত করতে পারে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ দেখা না যাওয়ায় বর্তমানে প্রায় ২০ শতাংশ ক্ষেত্রেই স্তন ক্যান্সার শনাক্ত করা সম্ভব হচ্ছে না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিটি কাজে লাগিয়ে এ হার কমিয়ে আনা হয়েছে মাত্র ৯.৪ শতাংশে। ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্তন ক্যান্সার শনাক্ত করতে গত বছরের শেষ নাগাদ এআই প্রযুক্তির নতুন পদ্ধতি তৈরি করে গুগল। এ জন্য ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের সঙ্গে নিয়ে প্রায় ২৯ হাজার নারীর স্তন ক্যান্সারের লক্ষণ ও ছবির সমন্বয়ে বিশেষ ধরনের অ্যালগরিদম তৈরি করে গুগল হেলথ। এই অ্যালগরিদমের সাহায্যে যেকোনো নারীর ম্যামোগ্রামের প্লেট পর্যালোচনা করে দ্রুত স্তন ক্যান্সার শনাক্ত করতে পারছে গুগলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এমনকি রোগীর শরীরে ক্যান্সারের পর্যায় সম্পর্কেও সঠিক ধারণা দিতে পারে। যার ফলে মাত্র এক বছরের মধ্যেই চিকিৎসকদের চেয়ে নির্ভুলভাবে অ্যাডভান্সড স্টেজের স্তন ক্যান্সার শনাক্তে সফল হয়েছে এই প্রযুক্তি।

Share.