মালাওয়িতে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা-৪০০

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকায় এক মাসের মধ্যে দ্বিতীয়বার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্রেডির আঘাতে মালাওয়িতে নিহতের সংখ্যা বেড়ে ৪০০ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ে আশপাশের এলাকাগুলোর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে বাদামি রঙের পানির প্রপাত বয়ে গেছে, বাড়িঘর ভেসে গেছে। মালাওয়ির বাণিজ্যিক কেন্দ্র, ব্লান্টায়ার কয়েক ডজন শিশুসহ সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড করেছে। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করছে যে এই ধ্বংসযজ্ঞ দেশটিতে কলেরার প্রাদুর্ভাবকে আরও বাড়িয়ে দেবে। সরকার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দক্ষিণাঞ্চলীয় ১০ জেলায় দুর্যোগ ঘোষণা করেছে। উদ্ধারকর্মীরা হতবিহ্বল এবং কাদায় চাপা পড়ে থাকা জীবিতদের খুঁজে বের করার জন্য বেলচা ব্যবহার করছেন তারা। পুলিশের মুখপাত্র পিটার কালায়া বিবিসিকে বলেছেন, ‘আমাদের নদীগুলো উপচে পড়ছে, প্রবাহিত পানিতে মানুষ ভাসছে, আমাদের ভবন ধসে পড়ছে।’ একটি শিশুকে উদ্ধার করতে সাহায্য করার কথা স্মরণ করে ব্লান্টায়ারের বাসিন্দা অ্যারন এনটাম্বো বলেন, ‘শিশুটি তার মাথা পর্যন্ত কাদায় আটকে ছিল। সে সাহায্যের জন্য চিৎকার করছিল। যদিও পানি খুব শক্তিশালী ছিল, আমরা তাকে পার হয়ে উদ্ধার করতে পেরেছি। খুব কঠিন ছিল কিন্তু আমরা তাকে বের করে আনতে পেরেছি।’ মেডিক্যাল দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর পর চল্লিশেরও বেশি শিশুকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা দাফনের জন্য মৃতদেহ সংগ্রহ করতে শোকাহত পরিবারগুলোর কাছে আবেদন করেছেন, কারণ হাসপাতালের মর্চুয়ারিতে জায়গা ফুরিয়ে যাচ্ছে। সরকারের দুর্যোগ ত্রাণ সংস্থা জানিয়েছে, ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অবিরাম বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়টি মালাবিতে বিদ্যুৎ সরবরাহও বিকল করে দিয়েছে, দেশের বেশিরভাগ অংশ দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছে। জাতীয় বিদ্যুৎ কোম্পানি বলেছে, তারা জলবিদ্যুৎ কেন্দ্রটি চালাতে অক্ষম, কারণ এটি ধ্বংসাবশেষে ভরা। ঘূর্ণিঝড়ে ঘনবসতিপূর্ণ দরিদ্র সম্প্রদায়, ইট ও মাটির ঘরে বসবাসকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে, আবার কিছু বাড়ি সম্পূর্ণ ভেসে গেছে। রাস্তা ও সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারও ব্যবহার করা যায়নি। সরকার হাজার হাজার মানুষের জন্য সাহায্যের আবেদন করেছে যারা খাদ্য ও আশ্রয়হীন হয়ে পড়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, ফ্রেডি রেকর্ডে সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এবং এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ভারত মহাসাগরের দ্বীপ দেশ মাদাগাস্কারে আঘাত করার পরে এক মাসেরও কম সময়ের মধ্যে রবিবার দ্বিতীয়বারের মতো ঝড়টি মোজাম্বিকে ঘূর্ণিঝড় হয়ে আঘাত করে। মোজাম্বিকে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে, কারণ ক্ষতিগ্রস্ত এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ এবং ফোন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়কে আর্দ্র, ঝোড়ো হাওয়া এবং আরও তীব্র করে তুলছে। ফ্রেডি উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়া থেকে ভারত মহাসাগর হয়ে ৮ হাজার কিলোমিটার (৫ হাজার মাইল) পথ অতিক্রিম করে যে শক্তি সঞ্চয় করেছিল তা রেকর্ড ভেঙেছে।

Share.