মাসজিদুল হারামে প্রবেশে কড়াকড়ি

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও সুন্দর হজ ব্যবস্থাপনার লক্ষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি হজ মন্ত্রণালয়। এতে মাসজিদুল হারামে প্রবেশের ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে।আগামী শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত নির্দিষ্ট অনুমতি ছাড়া মাসজিদুল হারাম, তার আশেপাশের অঞ্চল, আরাফাহ, মিনা, মুজদালিফায় প্রবেশের চেষ্টা করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।এ সময় ওই অঞ্চলগুলোতে পৌঁছানোর সকল রাস্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া অনুমতি ছাড়া সাধারণ মানুষকে হজ্জ বা মাসজিদুল হারামে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।পবিত্র হজ সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি সরকার।

Share.