মিডিয়ার বেশিরভাগ খবর ভুয়া: রোনাল্ডো

0

স্পোর্টস রিপোর্ট: ঘরে-বাইরে কোথাও শান্তিতে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ সুপারস্টার আসল কাজ খেলাটাই ঠিকমতো পারছেন না! অফফর্মের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডেও তার অবস্থান নড়বড়ে হয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত মিডিয়াতে তাঁকে নিয়ে নানা রকম রসদার খবর রটেই চলেছে। এ অবস্থায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন সি আর সেভেন! তাইতো আর সইতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাগটা উগড়ে দিয়েছেন। ইন্সটাগ্রামে একটি ফ্যান পেজের মন্তব্যের ঘরে রোনাল্ডো জানিয়েছেন, গত কয়েক মাসে তাকে নিয়ে করা ৯৫ শতাংশ খবরই মিথ্যা। সি আর সেভেন লেনদারিও নামের ফ্যান পেজ থেকে রোনাল্ডোর সাংবাদিক বন্ধু এডু আগুইয়েরের সঙ্গে ছবি পোস্ট করে গুঞ্জনের বিরুদ্ধে লেখা হয়। যেখানে বলা হয়, জর্জ মেন্ডেস নন বরং ৫-৬টি ক্লাব থেকেই রোনাল্ডোকে কেনার ব্যাপারে আগ্রহ দেখানো হয়। কিন্তু পারিশ্রমিকের হিসেব না মেলায় দলবদল করা যায়নি বলে দাবি সেই ফ্যান পেজের। সেই পোস্টের মন্তব্যের ঘরে এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রোনাল্ডো। পাশাপাশি এটিও জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তার সাক্ষাতকারের মাধ্যমেই সব পরিষ্কার হয়ে যাবে। ৩৭ বছর বয়সী রোনাল্ডো লিখেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাতকারের মাধ্যমেই সবাই সত্য জানতে পারবেন। মিডিয়া মিথ্যা বলছে। আমার একটি নোট বুক আছে। গত কয়েক মাসে ১০০টি খবর বেরিয়েছে। যার মধ্যে মাত্র পাঁচটি সত্য ছিল। ভাবুন বিষয়টা কেমন!’ দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সময়টা মোটেও ভাল যাচ্ছে না রোনাল্ডোর। গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লীগে একের পর এক ব্যর্থতার মাশুল দিয়ে চলতি মৌসুমে আর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারবেন না রোনাল্ডোরা, খেলতে হবে উয়েফা ইউরোপা লীগে। এ কারণে ম্যানইউ ছেড়ে চ্যাম্পিয়ন লীগ খেলা ক্লাবে যেতে চান রোনাল্ডো এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। শুধু তাই নয় সংবাদমাধ্যমে গুঞ্জন আছে সি আর সেভেনের এজেন্ট জর্জ মেন্ডেস নিজ থেকে বেশ কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু বেয়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, এ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো নাকি রোনাল্ডোকে কেনার ব্যাপারে কোন আগ্রহ দেখায়নি! এ বিষয়ে এবার মুখ খুলেছেন রোনাল্ডো নিজেই। নতুন মৌসুসেও ম্যানইউ ও রোনাল্ডোর অবস্থা খুব বাজে। ইপিএলের শুরুর দুই ম্যাচেই বাজেভাবে হেরেছে রেড ডেভিলসরা। যে কারণে রোনাল্ডোকে ছেড়ে দেয়ার গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। লীগে ম্যানইউর বাজে শুরু বদলে দিয়েছে অনেক সমীকরণ। এখন কথা উঠেছে, ওল্ডট্রাফোর্ড ছাড়তে চাওয়া রোনাল্ডোর ক্লাবের প্রতি আনুগত্য নেই। যার প্রভাব পড়ছে পুরো দলের পারফরম্যান্সের ওপর। এ কারণেই রোনাল্ডোকে ছেড়ে দিতে পারে ম্যানইউ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, রোনাল্ডোর ক্লাব ছাড়ার আগ পর্যন্ত দলের পারফরম্যান্সের কোন পরিবর্তন হবে না। রোনাল্ডো যদি চলে যেত, তাহলে দলে তার কোন বদলি থাকত না। তখন সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স আরও ভাল থাকত। ক্লাবের অনেকেরই ধারণা এমন। তবে বাস্তবতা হচ্ছে, এই মূহূর্তে কোচ টেন হাগের হাতে রোনাল্ডোর বিকল্প নেই। সে দল ছাড়লে আরও বিপদে পড়তে পারে ক্লাবটি। এমনটা মনে করেন সাবেক ম্যানইউর তারকা গ্যারি নেভিল।

Share.