মিসরে ৫৪১ বন্দিকে মুক্তি দিলেন সিসি

0

ডেস্ক রিপোর্ট: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ৫৪১ জন বন্দিকে মুক্তি দিয়েছেন। মুক্তি পাওয়া এসব বন্দিদের বেশিরভাগই রাজনৈতিক কারণে সরকারের বিরোধিতা করে গ্রেফতার হয়েছিলেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে। মঙ্গলবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, সিসি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করে এই বন্দিদের মুক্তি দেওয়ার নির্দেশ জারি করেছেন। মিসরীয় আইনে যারা অর্ধেক সাজাভোগ করেছেন তাদের ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। ২৫ জানুয়ারি মিসরের পুলিশ দিবস উপলক্ষে এসব বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সামরিক অভ্যুত্থানের পর সিসি’র শাসনামলে বিরোধী ও ভিন্নমতালম্বীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন শুরু হয়। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে, দেশটিতে অন্তত ৬০ হাজার রাজনৈতিক বন্দি রয়েছেন।

Share.