মিয়ানমারের ৬২ নাগরিককে মালয়েশিয়ায় গ্রেফতার

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যমান লকডাউন অমান্য করায় মালয়েশিয়ায় মিয়ানমারের ৬২ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা অভিবাসী কর্মী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বার্মিজ নববর্ষ থিঙ্গিয়ান উপলক্ষে স্ট্রিট পার্টিতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান র‌্যালি ট্র্যাক সংলগ্ন সেপাং এলাকার সহকারী পুলিশ কমিশনার ওয়ান কামারুল আজরান। তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কেউ কেউ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা স্বীকার করেছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। সন্দেহভাজনদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বার্মিজ নববর্ষ থিঙ্গিয়ানের আয়োজনে সাধারণত কনসার্ট, স্ট্রিট পার্টি, ওয়াটার ফাইটিং-এর মতো নানা আয়োজন থাকে। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বসবাসরত কয়েক লাখ বার্মিজ অভিবাসীও থিঙ্গিয়ান উৎসবে অংশ নেয়। তবে এবার এটি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পড়ে যাওয়ায় উৎসব উদযাপনেও বিধিনিষেধ পালন করতে হচ্ছে বার্মিজদের।

Share.