মিয়ানমারে বন্দি সব সাংবাদিকের মুক্তি চাইল জাতিসংঘ

0

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে বন্দি সব সাংবাদিককে ‘অবিলম্বে’ মুক্তি দিতে শুক্রবার দেশটির সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড দেওয়ার পর সংস্থাটি এই আহ্বান জানালো। খবর এএফপির। জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে বলেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর বিভিন্ন হামলার ঘটনায় সঠিক ও স্বাধীন তথ্যের ওপর নির্ভর করা সমাজের বিশাল অংশ ক্ষুব্ধ।’ মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে (৩৭) ১১ বছরের কারাদণ্ড দিয়েছে সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও ভিন্নমতাবলম্বীদের আন্দোলনে উদ্বুদ্ধ করার অভিযোগ এনে শুক্রবার এই রায় দেওয়া হয়েছে। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। স্থানীয় নজরদারি সংস্থাগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারী। মিয়ানমারের গণমাধ্যমগুলোকে চাপের মধ্যে রাখা হয়েছে। অভ্যুত্থানের পর থেকে শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

Share.