মিয়ামির ভবনধসে মৃত বেড়ে ২২

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের গত সপ্তাহে ধসে পড়া একটি ভবনের বাকি অংশও মাটিতে মিশিয়ে দিতে অনুমোদন দিয়েছে মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। এদিকে ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।মেয়র ড্যানিয়েলা বলেন, প্রকৌশলীদের পরামর্শেই ভবনের বাকি অংশ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সেখানকার ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ চলছে।তবে চাপাপড়া প্রতিটি মানুষকে উদ্ধার নিশ্চিত করতে ভবনটি ধ্বংস করে দিতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করা লাগতে পারে। তিনি বলেন, অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো আপস হবে না। প্রতিটি মানুষকে উদ্ধারের আগ পর্যন্ত অভিযান চলবে।ওই নারী মেয়র বলেন, শুক্রবার (২ জুলাই) আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ জন। এ ছাড়াও ১২৬ জনের হদিস মিলছে না। বৃহস্পতিবার রাতে এক অগ্নিনির্বাপণকর্মীর সাত বছর বয়সী কন্যার মরদেহ পাওয়া গেছে।কংক্রিটের স্তূপের ১৬ ফুট গভীরে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভবনের বাকি অংশও যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এ ছাড়া একটি হারিকেনও ফ্লোরিডামুখী ধেয়ে আসছে। ক্যারিবীয় অঞ্চল হয়ে ঘণ্টায় ৩০ গতিতে এগিয়ে আসছে হারিকেন এলিসা। এতে মানুষের মধ্যে আশঙ্কা বাড়ছে।গত ২৪ জুন ১৩৬ ইউনিটের ভবনটির একটি অংশ ভেঙে পড়ে। এদিকে নিরাপত্তা ঝুঁকি থাকায় আরও একটি আবাসিক ভবন খালি করে দিতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভবনটিতে বাস করা সব বাসিন্দাকে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে বলা হয়েছে।

Share.