মুখের ভাষা খারাপ, পাঁচ টিয়াকে পাঠানো হলো কোয়ারেন্টিনে

0

ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের এক চিড়িয়াখানায় থাকা পাঁচটি টিয়ার মুখের ভাষা এতোটাই খারাপ যে তাদের শুধরানোর জন্য কোয়ারেন্টিনে পাঠানো  হয়েছে। যতদিন পর্যন্ত না এই পাঁচ টিয়া খারাপ ভাষা বলা বন্ধ করছে সেখানেই রাখা হবে টিয়াগুলোকে। খারাপ কথা ভুলে ভালো কথা না শেখা পর্যন্ত একই সঙ্গে পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য হবে। খবর সিএনএন-এর।  ওই পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত চিড়িয়াখানায় আসা দর্শকদের সামনে রাখা হবে না। তাদের আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখানে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেয়া হবে। এমনটাই লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে। পাঁচটি টিয়ার নাম হলো এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি। চিড়িয়াখানার মালিক স্টিভ নিকোলাস জানান, শিশুদের সামনে টিয়াগুলোর কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। এখন অপেক্ষার পালা কবে এই টিয়াগুলোর সুশিক্ষা শেষ হবে। তবে কী ধরনের খারাপ কথা বলছিল ওই টিয়াগুলো তা বলা হয়নি।

Share.