সোমবার, ডিসেম্বর ২৩

মুখ লুকালেন রণবীর!

0

বিনোদন ডেস্ক: রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা হলো ‘ব্রহ্মাস্ত্র’। বারানসিতে শুটিং শেষে কয়েকদিন আগে মুম্বাই ফিরেছেন এই জুটি। সবাই মুখিয়ে আছে পর্দায় তাদের দুজনের রসায়ন দেখতে। অভিনেত্রী রানী মুখার্জির বাড়িতে সোমবার রাতে এক পার্টির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত ছিলেন প্রেমিক যুগল আলিয়া ভাট ও রণবীর কাপুর। শুধু আলিয়া-রণবীরই নন, এই পার্টিতে আরও উপস্থিত ছিলেন শাহরুখ পত্নী গৌরি খান। কিন্তু পাপারাজ্জিরা যখন রণবীর আলিয়ার ছবি তুলছিলেন তখন হঠাৎ করে হাত দিয়ে নিজের মুখ লুকিয়ে ফেলেন এই অভিনেতা। এই মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেছে পিংকভিলা। এসব ছবিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের পোশাক পরে ফুটে আছেন আলিয়া ভাট। অন্যদিকে কালো রঙের পোশাক পরেছিলেন রণবীর কাপুর। ছবি তোলার সময় আলিয়া হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিলেও রণবীর নিজের মুখ লুকানোর চেষ্টা করছিলেন। রবিবার ইশান কাট্টার, সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানসহ অনেকের সঙ্গে একটি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন রণবীর। খেলার ফাঁকে হঠাৎ এক খেলোয়াড়ের হাত এসে রণবীরের ঠোঁটে লাগে। এতে তার নিচের ঠোঁট ফেটে যায় ও রক্ত ঝরতে থাকে। কে জানে হয়তো সেই ঠোঁট ফাটার কারণে রণবীর ক্যামেরার সামনে মুখ লুকাতে চাইছেন।

Share.