মৃত্যুবরণ করলেন আলজেরিয়ার সেনাপ্রধান

0

ডেস্ক রিপোর্ট: আলজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ আর নেই। সোমবার সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে আরব নিউজ এ খবর জানায়। সেনাপ্রধানের মৃত্যুর ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট আবদুল মজিদ তেবউন। এ ছাড়া আলাদাভাবে সাত দিনের শোক পালন করবে সামরিক বাহিনী। জেনারেল গায়েদ সালাহর মারা যাওয়ার পর জেনারেল সাইদ চেঙ্গরিহাকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়। মৃত্যুর সময় জেনারেল গায়েদ সালাহর বয়স হয়েছিল ৭৮ বা ৮০ বছর। আলজেরিয়ার রাজনৈতিক শক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে জেনারেল গায়েদ সালাহর ভূমিকা ছিল অপরিসীম। বিশেষত গত এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বোতেফ্লিকাকে দেশ শাসনের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছিলেন তিনি। টানা ২০ বছর ক্ষমতায় থাকা ৮২ বছর বয়স্ক বোতেফ্লিকাকে অপসারণের মূল অনুঘটক হিসেবে কাজ করেছিলেন জেনারেল সালাহ।

Share.