বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার জয় ২৪৭ রানে

0

স্পোর্টস ডেস্ক: বক্সিং-ডে টেস্টে চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে ২৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিক ‍অস্ট্রেলিয়া। তবে সতীর্থদের ব্যর্থতার মাঝেও সেঞ্চুরি করা টম ব্লান্ডেল বুক চিতিয়ে ব্যাটিং করেছেন।মেলবোর্নে আজ রবিবার চতুর্থ দিন ৪৮৮ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪০ করলে নিউজল্যান্ডের হার নিশ্চিত হয়। চোটের কারণে ছিটকে পড়া ট্রেন্ট বোল্ট ব্যাটিংয়ে নামতে পারেননি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করা ওপেনার ব্লান্ডেল শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২১ রান করেন। ২১০ বলের এই ইনিংসে ১৫টি চার মেরেছেন এই ডানহাতি। তবে দলের হয়ে আর কেউই ফিফটির ইনিংসও খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন হেনরি নিকোলস। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার নাথান লায়ন। ৩টি উইকেট দখল করেন জেমস প্যাটিনসন। আর একটি উইকেট পান মার্নাস লাবুশানে। এর আগে ১৩৭ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়ার এদিন ফের ব্যাটিংয়ে নেমে আরও ৩১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। ২৮ রান করা ট্রাভিস হেডের উইকেট হারায় তারা। ৩০ রানে অপরাজিত থাকেন ম্যাথিউ ওয়েড।

সংক্ষিপ্ত স্কোর: 

অস্ট্রেলিয়া: ৪৬৭ ও ১৬৮/৫ ডিক্লে.

নিউজিল্যান্ড: ১৪৮ ও ২৪০

Share.