মেসির ১০ নম্বর জার্সি চাইনি আমি : ব্র্যাথওয়েট

0

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সঙ্গে দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। গত ২৫ আগস্ট ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এর মধ্যেই নাকি মেসির ১০ নম্বর জার্সি চেয়ে বসেছেন মার্টিন ব্র্যাথওয়েট। এমন খবরই ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে এমন খবর উড়িয়ে দিয়েছেন এই ফরোয়ার্ড। জানিয়েছেন, মেসির ১০ নম্বর জার্সি চাননি তিনি।মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে চর্চা চলছে ফুটবলবিশ্বে। এমন সময়ে জার্সি চাওয়ার বিষয়টি একেবারেই মানতে পারছেন না ব্র্যাথওয়েট। ডেনমার্কের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন খবর ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।ব্র্যাথওয়েট বলেন, ‘কিছু মানুষ নিজেকে কী মনে করে? অবশ্যই আমি ক্লাবে গিয়ে মেসির জার্সি নম্বর চাইনি। এটা চরম অসম্মানজনক হতো। আমি মনে করি, এ ধরনের গল্প নিয়ে হাজির হওয়া লোকদের অন্যের প্রতি শ্রদ্ধার অভাব রয়েছে।’এরপর  মেসির প্রশংসা করে ডেনিশ তারকা বলেন, ‘মেসিকে নিয়ে অনেক কিছুই লেখা হচ্ছে এবং কী হচ্ছে, তা আমি জানি না। আমি কেবল বলতে পারি, একজন ফুটবলার ও ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ।’২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি আছে বার্সেলোনার। কিন্তু ২০১৯-২০ মৌসুমে ব্যর্থতার পর কাতালান ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।বার্সা ছেড়ে মেসি ঠিক কোথায় যাবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন ক্লাবের নাম উঠে আসছে। এ ক্ষেত্রে সবার আগে আসছে ম্যানচেস্টার সিটির নাম। মেসির নিজেরও ইচ্ছে নাকি পুরোনো কোচ পেপ গার্দিওয়ালার অধীনে আবারও খেলার।ম্যানসিটি ছাড়াও মেসিকে পাওয়ার দৌড়ে আছে পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো ক্লাবগুলো। আর্জেন্টাইন তারকাকে পেতে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হবে আগ্রহী ক্লাবগুলোকে। মেসিকে পেতে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার ১০ কোটি ৬২ লাখ টাকার বেশি। সবকিছুর হিসাব-নিকাশ মেলাতে ঘুম হারাম হচ্ছে আগ্রহী ক্লাবগুলোর কিন্তু মেসির ইচ্ছা, বিনা রিলিজ ক্লজে নতুন ক্লাবে যোগ দেওয়া।  চুক্তিপত্র অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে মেসি তাঁর ইচ্ছের কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন। তবে করোনার কারণে মৌসুম পেছানোয় এই শর্তের কার্যকারিতা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানায় মেসির আইনজীবী। তবে বার্সা সেটি মানবে না। ৭০০ মিলিয়ন ইউরো হলেই মেসিকে বিক্রি করবে বার্সা। মেসি-বার্সার এই লড়াইটা আদালতেও গড়াতে পারে।

Share.