মেসি ম্যাজিকে অস্ট্রেলিয়াকে হারালো আর্জেন্টিনা

0

স্পোর্টস ডেস্ক: ২০২২-২৩ মৌসুমের ক্লাব ফুটবল শেষে শুরু হয়েছে ফিফা উইন্ডো। অর্থাৎ জাতীয় দলগুলো এখন আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ত। সেই অংশ হিসেব আর্জেন্টিনা দল দুটি প্রীতি ম্যাচ খেলতে এখন এশিয়া সফরে। এদিকে লাতিন দেশটির এশিয়া সফর নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনার কমতি নেই। প্রথমে বাংলাদেশের আসার গুঞ্জন তৈরি হলেও ডলার সংকট ও মাঠের অভাবে তা বাতিল হয়ে যায়। তবে এশিয়া সফরের প্রথম ম্যাচে আজ চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ওয়ার্কার্স স্টেডিয়ামে লিওনেল মেসি ও পেজেল্লার গোলে সকারুজদের ২-০ গোলে হারিয়ে এশিয়া সফর শুরু করল আলবিসেলেস্তেরা। বৃহস্পতিবার (১৫ জুন) ওয়ার্কার্স স্টেডিয়ামের ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায়, ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে সোনালি ট্রফির স্বাদ পাওয়া আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ডি-বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক শটে গোলরক্ষক রায়ানকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন এলএমটেন। ম্যাচের এক মিনিট ২০ সেকেন্ডে গোল করেন মেসি। আর এটি আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল। একই সঙ্গে মেসির ক্যারিয়ারে সবচেয়ে দ্রুততম গোল। ম্যাচের প্রথমার্ধেই আরও বেশ কিছু সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। বিরতি থেকে ফিরে আধিপত্য বজায় রেখে ম্যাচের ৬৮তম মিনিটে আবারও এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা। রদ্রি ডি পলের অ্যাসিস্টে লিড বাড়ান গ্যারম্যান পেজেল্লা।

 

Share.