‘মোদির পায়ে পড়তে রাজি’ মমতা

0

ডেস্ক রিপোর্ট:  ভারতে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকারের সঙ্গে কেন্দ্রীয় মোদি সরকারের বিবাদ চরমে উঠেছে।কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর বৈঠকে না থেকে নরেন্দ্র মোদিকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তারই জবাবে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, সেখানে গেলে আমাকেই সবসময় অপমান করা হচ্ছে।দৃঢ়চিত্তে তিনি কেন্দ্রকে বলেন, বাংলার প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর পায়েও পড়তে পারি। কিন্তু এভাবে অপমান করবেন না।ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। হেলিকপ্টারে চেপে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক সেরে শনিবারই (২৯ মে) কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। ফিরেই প্রশাসনিক কার্যালয় নবান্নে সাংবাদিকদের এসব কথা বলেন মমতা।সেখান থেকে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করে তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। যখন আমি ক্ষতিগ্রস্ত এলাকা সামলানোর চেষ্টা করছি, যখন মানুষ কীভাবে জল পাবে তা দেখতে ব্যস্ত ছিলাম, তখন দিল্লিতে আমাকে দুর্নাম করতে ব্যস্ত ছিল ওরা (বিজেপি)।বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বাংলার জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী পায়ে পড়তে পারি।তার মুখের ভাষায়- ‘প্রধানমন্ত্রী, আমার উপর আপনার রাগ থাকতে পারে। যদি আপনার পায়ে পড়লে সেই রাগ চলে যায়, তবে তাও করতে তৈরি আমি। কিন্তু বারবার এভাবে অপমান করবেন না।’এ কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জী নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তীর অনুষ্ঠান অর্থাৎ ২৩ জানুয়ারির ঘটনার কথাও তুলে আনেন। তিনি জানান, সেই সরকারি অনুষ্ঠানেও তাকে অপমান করা হয়েছিল।কিন্তু কেন বারবার এই অপমান? সেই প্রশ্নও তুলেছেন মমতা। তিনি বলেন, ভোটের হার কি হজম হচ্ছে না? মানুষের রায় মেনে নিতে পারছেন না? তাই এত রাগ? আমার উপর রাগ দেখান। আমাকে অপমান করুন, কিন্তু যে সমস্ত আধিকারিকরা কাজ করছেন, তাদের উপর রাগ দেখাবেন না। আমার অফিসারদের অপমান করবেন না। আমার সেক্রেটারিয়েটকে অপমান করবেন না।মমতা এও বলেন, এবারও প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের নামে বিজেপির বৈঠক ডাকা হয়েছিল। সেখানে আমরাও গিয়েছিলাম। কিন্তু তার পরেও মিথ্যা খবর ছড়িয়ে বদনাম করা হচ্ছে।

Share.