মোদি-কেজরিওয়াল বৈঠক

0

ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী দিল্লিতে গত সপ্তাহের সহিংসতায় জড়িতদের ‘বাঁচানো উচিত নয়’ বলে মন্তব্য করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দু কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘আমি ওনাকে (প্রধানমন্ত্রীকে) বলেছি যে আমাদের দেশের রাজধানীতে আবারও যাতে এ জাতীয় পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারেই সকলেরই সচেষ্ট হওয়া উচিত। সংঘর্ষের জন্য যারা দায়ী – তারা যে দলেরই হোক না কেন তাদের বাঁচানো উচিত নয়।’ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ পার্লামেন্টে মোদি-কেজরিওয়াল বৈঠক শুরু হয়। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নরেন্দ্র মোদির মুখোমুখি হলেন দিল্লি মুখ্যমন্ত্রী । গত মাসেই দিল্লি বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্যে সেখানে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টির সরকার। সম্প্রতি দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডবের জেরে প্রাণ হারান ৪০ এরও বেশি মানুষ এবং আহত হন দুই শতাধিক। উত্তর-পূর্ব দিল্লির এই সহিংসতার ঘটনায় এখন ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছে রাজধানীর সাধারণ মানুষ। এই পরিস্থিতির পরেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এই বৈঠক করলেন। গত সপ্তাহে দিল্লির এই হিংসাত্মক পরিস্থিতি নিয়ে কেজরিওয়াল সাক্ষাৎ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘অমিত শাহ সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকলকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’ বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে বিশেষভাবে আলোচনা হয়নি।’ অভিযোগ উঠেছে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কয়েকজন বিজেপি নেতার বিদ্বেষমূলক বক্তব্যের কারণেই দিল্লিতে এই ধরণের হিংসা ছড়িয়ে পড়েছে। ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লি হিংসার বলি মানুষজনের পরিবার। আগামী বুধবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হবে।

Share.