মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো আজ

0

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার সবচেয়ে বড় আকর্ষণ এল ক্ল্যাসিকো। যে ম্যাচে মুখোমুখি হবে স্পেনের সেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ১৯০২ সাল থাকা এই দ্বৈরথের শৈল্পিক নাম—এল ক্ল্যাসিকো। আজ শনিবার নতুন মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে দুদল। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যুগ যুগ ধরে রিয়াল-বার্সার এই লড়াই মাঠে বসে উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। কিন্তু করোনাভাইরাস বদলে দিয়েছে সব। তাই রোমাঞ্চকর এ লড়াই প্রথমবার মাঠে বসে দেখতে পারবেন না দর্শক। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে লড়তে গতকাল শুক্রবার কাতালান শহরে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু দল হিসেবে বেশ চাপেই আছেন জিদান-শিষ্যরা। কারণ, ঘরের মাঠে টানা পরাজয় দেখেছে স্পেনের অন্যতম দলটি। কদিন আগে নিজেদের মাঠে কাদিসের কাছে হারার পর ব্যর্থ হয়েছে চ্যাম্পিয়নস লিগেও। ইউরোপসেরা প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে শাখতারের কাছে হারল রিয়াল। সব মিলিয়ে চেনা ছন্দে নেই রিয়াল। তবুও ঘুরে দাঁড়ানোর জন্য এল ক্ল্যাসিকোকেই আদর্শ মানছেন কোচ জিনেদিন জিদান। ভালো খেলার আশ্বাস দিয়ে ফরাসি কোচ বলেন, ‘পরিস্থিতি পাল্টে দেওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়। নিজেদের প্রমাণ করতে ও আমরা যে পরিস্থিতি পাল্টাতে চাই, তা বোঝাতে এটা ভালো একটা ম্যাচ। ভালো একটা ম্যাচ খেলাই আমাদের চাওয়া।’অন্যদিকে, লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে হারলেও চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় পেয়েছে বার্সা। ছন্দে আছেন আনসু ফাতি-লিওনেল মেসি। তাই রিয়ালের বিপক্ষে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে কোম্যান শিষ্যদের।শিষ্যদের নিয়ে কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘ছেলেদের লক্ষ্য এবং সেখানে পৌঁছাতে তারা কী পারিমাণ ক্ষুধার্ত, তা তারা দেখিয়েছে। মাদ্রিদের বিপক্ষে ম্যাচ এর চেয়েও বেশি কিছু। আমরা প্রতি সপ্তাহেই ম্যাচ জিততে চাই।’দুই দলের কোচরা লড়াইয়ের আভাস দিয়ে রেখেছেন। তবুও ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লুইস সুয়ারেজদ, গ্যারেথ বেল ও ডি মারিয়ার মতো তারকাদের অনুপস্থিতিতে লড়াইটা কতটা রোমাঞ্চকর হয়, সেটা দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা।

Share.