ময়মনসিংহে বিএনপির স্বেচ্ছায় রক্তদান

0

ঢাকা অফিস: ময়মনসিংহে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আজ দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অফিসে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি ময়মনসিংহ  বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক  সৈয়দ  এমরান সালেহ প্রিন্স।প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্তদান কর্মসূচির মাধ্যমে অন্যের জীবন বাঁচাতে চেষ্টা করছে বিএনপি। এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে একটি বার্তা দিতে চাই, বিএনপি হচ্ছে মানবতার দল। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করেছিলেন। তিনি উৎপাদন ও উন্নয়নের রাজনীতির পাশাপাশি বিএনপিকে মানবিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর ড্যাবের আহ্বায়ক ডা. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী  মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল  আলম প্রমুখ। ড্যাব সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজের একদল চিকিৎসক রক্ত সংগ্রহের কাজে যুক্ত  ছিলেন। সরকার অনুমোদিত ময়মনসিংহের নিরাপদ ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে সংগৃহীত রক্ত দান করা হবে।

Share.