যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে এফবিআই অফিসে প্রবেশের চেষ্টা, বন্দুকধারী নিহত

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) অফিসের ভবনের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টার অভিযোগে এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। ১২ আগস্ট (শুক্রবার) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এফবিআই অফিসে প্রবেশে বন্দুকসহ প্রবেশ করতে না পেরে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু এক ঘণ্টা পর স্থানীয় একটি গ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়। মার্কিন সংবাদমাধ্যমগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ৪২ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে উগ্র-ডানপন্থী দলের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তবে কী কারণে ওই ব্যক্তি এফবিআইয়ের অফিসে প্রবেশের চেষ্টা করেছিলেন তা জানা যায়নি।

Share.