ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান খারন-কে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সাবেক ট্রেজারি কর্মকর্তাদের দ্বারা প্রতিষ্ঠিত এবং চীনের জিনজিয়াং প্রদেশে বাধ্যতামূলক শ্রম বিষয়ক গবেষণাকারী এই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার তথ্য নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা জিনজিয়াং প্রদেশ সম্পর্কিত আমেরিকার নিষেধাজ্ঞার পক্ষে প্রমাণ সরবরাহ করার দায়ে খারন এবং এর পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। নিষেধাজ্ঞার বিষয়ে খারন জানায়, চীনে আমাদের কোনো উপস্থিতি নেই। সুতরাং, নিষেধাজ্ঞার বিষয়টি পুরোপুরি প্রতীকী এবং এর ফলে আমাদের গ্রাহকদের সেবা প্রদানে আমরা কোনোরুপ বাঁধার সম্মুখীন হবো না। বিশ্বব্যাপী যেসকল প্রতিষ্ঠান ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে তাদের জন্য আমরা বস্তুনিষ্ঠ, স্বাধীন এবং বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত গবেষণা সরবরাহ করে যাবো। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের একজন সাবেক গবেষকও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে যাচ্ছেন। নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠান ও ব্যক্তি চীন, হংকং এবং ম্যাকাউয়ে প্রবেশ করতে পারবেন না এবং চীনে থাকা তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে চীন
0
Share.