সোমবার, ডিসেম্বর ৩০

যুক্তরাষ্ট্রের বন্যায় নিখোঁজ তিন শিশুর দুইজনের মরদেহ উদ্ধার

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে বন্যায় নিখোঁজ তিন শিশুর মধ্যে দুইজনের মরদেহের সন্ধান মিলেছে। তৃতীয় শিশুটির খোঁজে এখনও অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার গিলা কাউন্টি শেরিফ অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, শুক্রবার বন্যার সময় দুই শিশু নিউ মেক্সিকো সীমান্ত সংলগ্ন টন্টো ক্রিক এলাকায় গাড়ির মধ্যে ছিল। এক পর্যায়ে গাড়িতে পানি উঠে গেলে তাদের মৃত্যু হয়। গিলা কাউন্টি আন্ডারশেরিফ মাইক জনসন বলেন, ক্রিক এলাকার একটি দ্বীপে গাড়িটিতে পানি উঠতে শুরু করে। এ সময় চার শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। পরে কর্তৃপক্ষ হেলিকপ্টারযোগে সেখান থেকে তাদের উদ্ধার করে। তবে আটকেপড়া শিশুদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি মাইক জনসন। জানিয়েছে, মৃত দুই শিশুর একজন ছেলে ও অন্যজন মেয়ে। তাদের উভয়ের বয়স ৫ বছর।

Share.