যুক্তরাষ্ট্রের হুমকিতেও সিরিয়ায় তুর্কি অভিযান থামবে না: এরদোয়ান

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে দেশটির সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পরই তুরস্ক অভিযান শুরু করে। এখন সেই যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে আসার কথা বলছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার অভিযান থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, অভিযান না থামালে পরিণতি ভয়াবহ হতে পারে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পর অঙ্গীকার করেছেন, তাদের অভিযান বন্ধ হবে না। তিনি বলেন, ‘এখন ডান ও বাম থেকে হুমকি আসছে, বলা হচ্ছে অভিযান বন্ধ করতে হবে। আমরা থামব না’। এরদোয়ান সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকারের কথা জানিয়েছেন, যে অভিযানে জাতিসংঘের মতে লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এই অভিযান অব্যাহত রাখলে তুরস্কের বিরুদ্ধে অনেক শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এই তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মুচিন। তিনি বলেন, আমরা আশা করি এমন পদক্ষেপ আমাদের যেনও নিতে না হয়। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তুরস্কের অর্থনীতিতে আমরা ধসিয়ে দিতে পারব। ৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। পরে ৯ অক্টোবরর সিরিয়ার উত্তরাঞ্চলে ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে আঙ্কারা। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্ব দিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। পরে কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় অভিযানে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করে তুরস্ক। এতে তিন শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ অভিযানে ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এতে এক তুর্কি সেনা নিহত হয়েছে। সেনারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে।

Share.